ঢাকার ধামরাইয়ে আবুল বাশার কৃষি কলেজ ক্যাম্পাসে ঐতিহ্যবাহী পিঠা উৎসব-২০২৪ সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে অত্র কলেজ ক্যাম্পাস মাঠ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে।
আবুল বাশার কৃষি কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাড়ী থেকে এসব পিঠা তৈরি করে আনেন। পরে কলেজ ক্যাম্পাস মাঠ প্রাঙ্গণে বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়।
পিঠা উৎসবে আসা অতিথিরা অবাক হয়ে যান হরেক রকমের এসব অচেনা পিঠার আয়োজন দেখে। প্রদর্শিত পিঠার সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে পিঠার স্বাদ নিতে অতিথিদের খেতেও দেওয়া হয়।
উল্লেখ্য, কৃষি কলেজে আয়োজিত পিঠা উৎসবে ৪টি স্টল অংশ গ্রহণ করে এবং বাহারি রকমারি পিঠা প্রদর্শন করে।