শামীম তালুকদার,
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মরহুম আলী আহসান সুমন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর ব্যবস্হাপনায় রুহী পুরাতন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গত ২৪ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪ ঘটিকায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত স্মরণসভায় এলাকাবাসীর পক্ষে স্মৃতিচারণ করেন,বীর মুক্তিযোদ্ধা আবু জজ খান।
স্মৃতিচারণমূলক বক্তব্যের পর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত শেষে স্মরণ সভা সমাপ্ত হয়।