রাজনীতি

ধুনটে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মুঞ্জুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

 

Play Video

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

Play Video

আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র মানুষের কাছে তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ করছেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ খান নুরে খোদা মুঞ্জু।

Play Video

৭ অক্টোবর শনিবার সকালে বগুড়া-৫ নির্বাচনী এলাকার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা খান বাহাদুর-ছালেহা মাদ্রাসার সামনে থেকে শুরু করে ধুনট হুকুম আলী বাসট্যান্ড হয়ে ধুনট উপজেলা পরিষদ গেট প্রদক্ষিণ করে উপজেলার মাঠপাড়া,বথুয়াবাড়ি,ধুনট মোড়,শেরপুর শহরের বিভিন্ন ওয়ার্ড, মহিপুর বাজার,মির্জাপুর বাজার, জোড়গাছা বাজার, বেলগাছি বাজার,সুঘাট বাজার, যুগিগাঁতি বাজার, মথুরাপুর বাজারে সরকারের উন্নয়ন,শোভাযাত্রা ও নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

Play Video

এসময় তিনি বলেন, বগুড়া-৫ আসনে দুজনের গ্যাড়াকলে মানুষ দীর্ঘদিন পিষ্ট,তাদের থেকে মানুষ মুক্তি চাই, আমি আশাবাদী আগামী নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাবো। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আমাদের জন্য রোল মডেল। তিনি বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তর করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে। দেশের উন্নয়ন হয়, এগিয়ে যায়। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হয়েছে, গৃহহীনদের জন্য থাকার ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বিএনপি জামাতের লোকজন বিদেশিদের নিয়ে যতই লাফালাফি করুক কোন লাভ হবে না।দেশে পুনরায় আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।
এসময় গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন, আওয়ামী লীগ নেতা টি,এম মওলা বক্স, আবু নাসের, তোতা তালুকদার, নুর ইসলাম, এবারত হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button