শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলার বটিয়াঘাটা-দাকোপ উপজেলা নিয়ে খুলনা-১ আসন। কে পাচ্ছেন নৌকা এই নিয়ে চলছে আলোচনা চা দোকানে রাস্তাঘাটে ঝল্পনা, কল্পনা শেষ নৌকার মাঝি হতে যাচ্ছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক তরুণ নেতা শেখ সোহেলকে নৌকার প্রার্থী হিসাবে খুলনা-১ দলীয় নমিনেশন পেতে যাচ্ছেন। দলীয় সৃত্র থেকে জানা যায়, এমান খবর পেয়ে খুলনা জেলার বটিয়াঘাটা, দাকোপবাসীরা আনন্দে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। উক্ত বিষয়ে এলাকাবাসী জানান, আমরা এবার নতুন মুখ গরীব-দু:খী মানুষের নেতা শেখ সোহেলকে এমপি হিসাবে দেখতে চাই। শেখ সোহেলকে বটিয়াঘাটা, দাকোপ উপকৃলি গরীব মানুষরা সন্তানের মতো করে ভালোবাসেন বলে এলাকাবাসী দাবি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নোমিনেশন এবার শেখ সোহেল কে দিতে সাধারণ মানুষের দাবি। শেখ সোহেল এমপি হলে ভাগ্যর চাকা ঘুরে যাবে এমন দাবি খুলনার বটিয়াঘাটা ও দাকোপবাসীর। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, মন্দির, স্কুল, কলেজ, হবে ডিজিটাল। বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল কে বলেন, আমি যদি দলীয় নমিনেশন পাই এবং নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হলে খুলনা ১ আসন বটিয়াঘাটা, দাকোপ, উপকৃলি এলাকার মানুষের কল্যাণে কাজ করব। জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশ হবে স্মার্ট দেশ। বাংলাদেশ মানুষ আর কষ্টে থাকবে না। প্রতিটি গ্রাম হবে শহর, রাস্তাঘাট হবে সুন্দর। উক্ত বিষয়ে শেখ সোহেল আরো বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করতে চায় যতদিন বেঁচে থাকব। আমি আপনাদের পাশে থাকব। উক্ত বিষয়ে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জালাল উদ্দীন রুবেল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোঃ শামীম আল আহসান সোহাগ, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদকঃ আক্তারুজ্জামান বাবু এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বলেন, শেখ সোহেল একজন সাদা মনের মানুষ যুবসমাজের নয়নের মনি। শেখ সোহেল নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, ভূমি দস্যু, দালাল, মাদক, থাকবে না। সকল রাস্তাঘাট থেকে শুরু করে এলাকা হবে স্মার্ট এলাকা।