কলমেঃ ফরিদুল ইসলাম ফারুক খান
সাঙ্গ হবে রঙ্গ শালা
ভঙ্গ হবে ভবের লীলা
বাহির ঘরে আগুন জ্বালা
মন পিঞ্জিরাই দিয়া তালা।।
স্ব চোখে দেখবি যাহা
ভালো মন্দ নিবি তাহা
অসময়ে উপকারে পাবি উহা
ঘোর অন্ধকারেও দেখবি গুহা।।
প্রেমিকা খোঁজে প্রেমিক জনা
প্রেম বোঝে আদৌ ভবে ক’জনা
ততটাই সুখ শান্তি যতটা দুঃখ বেদনা
আশেক মাশুকে জগৎ ময় দিওয়ানা।।
(জব্বারের মোড়,বাকৃবি চত্বর, ময়মনসিংহ সদর)