ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে আমল সংরক্ষণের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
আজ শনিবার সকাল দশটায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আর.এস.এম ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর আয়োজনে উক্ত হজ্জ এজেন্সির স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন হাজী আব্দুল আওয়াল, মাওলানা আবুল কালাম আজাদ
,মাওলানা আবু সাইদ শিক্ষা সচিব জামিয়া আরাবিয়া সামসুল উলুম মাদ্রাসা,
মুফতি কামরুজ্জামান মোহতামিম জামিরা আরাবিয়া,
মাওলানা গাফ্ফার মোহতামিম কাসিমিম উলুম মাদ্রাসা মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
এ সময়ের অন্যান্য হাজীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কোরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনা কথা তুলে ধরেন এবং সে অনুযায়ী আমল করার কথা বলেন। বাংলাদেশ থেকে প্রতি বছর যে হাজার হাজার মানুষ হজ্জ পালন করতে যান তারা কি কি সমস্যার পরেন সে সম্পর্কে এবং সঠিক হজ্জ এজেন্সির মাধ্যমে হজ্জ পালন করতে যেতে বলেন। তাহলে হজ্জ পালনে প্রতারণা ও আর্থিক ক্ষতির মুখে পরবেন না। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।