লেখক – বুলবুল আহমেদ।
হাঁটি হাঁটি পা পা
আধো কথা বলো।
এক থেকে বারো
দেখতে দেখতে হলো।
তুই যে আমার একমাত্র
আঁধার ঘরের আলো।
দু’নয়নের দৃষ্টিতে
মধুর চেয়েও ভালো।
তুই দুরন্ত তুই উড়ন্ত
তুই যে দুঃসাহসী।
তোর কর্মে ভেসে আসে
দিলে জাগে হাসি।
ওরে খোকা বড় হবে
এই ধরণীর আলো।
দুধে-ভাতে থাকিস সদা
দূর করিস মনের কালো।
বাবা পুত্রের জন্ম যেন
একই মাসে হলো।
মহান আল্লাহর অসীম
কৃপা কেমনে বুঝাই বলো।
তোর জন্মদিনের আশীর্বাদ
সবার কাছে চাই।
দেশ মাতৃকার ধূলির মাঝে
তোকে যেন পাই।