কালিয়াকৈরে শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সদস্যদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় শোক দিবস উপলক্ষে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শোক সভা দোয়া ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৫ আগষ্ট)সকালে উপজেলার ফুলবাড়ীয়া গ্রামীণ ব্যাংক শাখায় ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ব্যাংকের হলরুমে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।এসময় সহকারী ব্যবস্থাপক কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গাজীপুর জোনাল ম্যানেজার ফারুক আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর এরিয়া ম্যানেজার নেয়াজ শরিফ,উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক শাহজাহান সিরাজ,সভায় আরো উপস্থিত ছিলেন ৮২ টি কেন্দ্র প্রধানরা ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ফুলবাড়ীয়া শাখার ৫ হাজার সদস্যদের মাঝে ১লক্ষ ১০ হাজার ঔষধ বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এবিষয়ে গ্রামীণ ব্যাংকের গাজীপুর জোনাল ম্যানেজার ফারুক আহাম্মদ বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছে ,তার স্বপ্নকে বাস্তব রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ।তিনি আরো বলেন সরকার বৃক্ষরোপনের যে কর্মসূচি হাতে নিয়েছে তার সাথে একতা ঘোষণা করে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বিশ কোটি বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে।তারই ধারাবাহিকতায় ফুলবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখার মাধ্যমে ১ লক্ষ ১০ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।