ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাজীপুর জেলার দ্বিতীয় বর্ষপূর্তী উপলক্ষে ভিবিডি গাজীপুর জেলা শাখার আয়োজনে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ ই জুলাই ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) গাজীপুর জেলা শাখার শহীদ বরকত স্টেডিয়াম (গাজীপুর জেলা স্টেডিয়াম) জয়দেবপুরে আয়োজন করা হয়।
উক্ত ফুটবল ম্যাচে জয়দেবপুর টিম (টঙ্গী + সদর) বনাম কালিয়াকৈর উপজেলা টিম অংশগ্রহন করে যা সত্যিই অসাধারণ। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সেরা খেলোয়ারের জন্য আলাদা পুরস্কার এবং সকল খেলোয়ারকে মেডেল প্রদান করার মাধ্যমে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) তরুণ ও যুব সমাজের স্বেচ্ছাসেবার মাধ্যমে সকলকে সামাজিক দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে এবং প্রত্যেকের মূল্যবোধ পরিবর্তনের স্বার্থে কাজ করে । সারাদেশে ৬৪টি জেলায় ৫০ হাজারের ও বেশি স্বেচ্ছাসেবক কর্মী নিয়ে বাংলাদেশের জাতীয় সমস্যা, সম্ভাবনা, যে কোনো দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি নিয়ে কাজ করে থাকে ।