কবিতা

হে ক্ষণিকের পথিক”

কলমেঃ ফরিদুল ইসলাম ফারুক খান

Play Video

গরিবের তৃপ্তি কেবলই চোখে আর মনে
বড়লোকদের শান্তি জিহ্বা কলম আর গোপনে
আমলাদের সুখ পদবি ক্ষমতা আর মুখের কারণে
নেতাদের সমৃদ্ধি মেয়াদ আর জবরদখল অকারণে
শিল্পপতিদের উন্নতি দূর্নিতী আর বঞ্চিত আনমনে
মুন্সি দরবেশ ওলি পীর দোষী নিজ স্বভাবের গুণে।

Play Video

গরীব অসহায় নিঃস্ব এতিমের যা ভালো লাগে
অদৃশ্য শক্তির বলে চলে যায় তা ধনীদের ভাগে
অশিক্ষিত হয় চরিত্রবান শিক্ষিতের আনন্দ ত্যাগে
ভালোবাসা গাঢ় হয় দূরে থাকলে আর অনুরাগে
কাঙালেরা বোঝে মানে ধনাঢ্যের শান্তি কেবলই ভোগে
ঐশ্বরিক দান অমৃত সুখ শান্তি মিলবে দীনহীনের আগে।

Play Video

সম্পদশালী বড়লোক সুদ ঘুষ খোরদের লক্ষ টাকা দান
চ্যালেন্জ দিয়ে বলতে পারি দিনমজুরের এক টাকার সমান
সৃষ্টির শ্রেষ্ঠ তুমি কর্ম প্রকাশে নিকৃষ্ট মানুষের উপকার করে সাজতে চাও মহান
যে পৃথিবীর সমস্ত কিছুরই লালন পালন করে সে-ই তো মহীয়ান গড়িয়ান
তবে তুমি ই বল হে ক্ষণিকের পথিক কিসের এ-তো লোভ লালসা হিংসা দ্বিধা দ্বন্দ্ব অভিমান?
বলতে মানা নেই মানুষকে করে অপমান বঞ্চিত কোন মুখে বল আমি তুমি সে মসুলমান?

Play Video

ফুলপুর উপজেলা, ময়মনসিংহ সদর

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button