০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে পাঁচ’শ গাছের কলা কেটে ফেলছে দুর্বৃত্তরা

বিশেষ প্রতিনিধি,

হাবিবুর রহমান হাবিবঃ

বগুড়ার শেরপুরে রাতের আধারে অন্তত পাঁচ’শ গাছের কলার ক্যাইন কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। ঘটনটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের শহিদুল ইসলামের কলা বাগানে। এবিষয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কলাবাগান মালিক।
বাগান মালিক শহিদুল ইসলাম জানান, তার ৭৫ শতক জমির কলাবাগানে প্রায় ৭৫০টি কলার গাছ আছে যাতে প্রায় সব গাছেই কলা ধরেছিলো। গত ২৯ জুন বিকালে কলা বাগান পরিদর্শন করে পরদিন ৩০ জুন সকালে গিয়ে দেখেন জমিতে অনেক গুলো কলার ক্যাইন পরে আছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে কে বা কারা এমন হীন কাজ করেছে। এতে প্রায় পাঁচ’শ কলার ক্যাইন নষ্ঠ করেছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, ঘটনায় তার প্রায় দুই লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এমন ক্ষতিতে দিশেহারা তিনি এবং তার পরিবার। এমতাবস্থায় তদন্তপূর্বক বিচার দাবী করেন এই ভুক্তভোগী বাগান মালিক।
শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ

বগুড়ার শেরপুরে পাঁচ’শ গাছের কলা কেটে ফেলছে দুর্বৃত্তরা

আপডেট সময়ঃ ০২:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

বিশেষ প্রতিনিধি,

হাবিবুর রহমান হাবিবঃ

বগুড়ার শেরপুরে রাতের আধারে অন্তত পাঁচ’শ গাছের কলার ক্যাইন কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। ঘটনটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের শহিদুল ইসলামের কলা বাগানে। এবিষয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কলাবাগান মালিক।
বাগান মালিক শহিদুল ইসলাম জানান, তার ৭৫ শতক জমির কলাবাগানে প্রায় ৭৫০টি কলার গাছ আছে যাতে প্রায় সব গাছেই কলা ধরেছিলো। গত ২৯ জুন বিকালে কলা বাগান পরিদর্শন করে পরদিন ৩০ জুন সকালে গিয়ে দেখেন জমিতে অনেক গুলো কলার ক্যাইন পরে আছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে কে বা কারা এমন হীন কাজ করেছে। এতে প্রায় পাঁচ’শ কলার ক্যাইন নষ্ঠ করেছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, ঘটনায় তার প্রায় দুই লক্ষ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এমন ক্ষতিতে দিশেহারা তিনি এবং তার পরিবার। এমতাবস্থায় তদন্তপূর্বক বিচার দাবী করেন এই ভুক্তভোগী বাগান মালিক।
শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।