কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের ওপর হামলার প্রতিবাদে রবিবার (১৮ জুন) আটাবহ ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখেন, আটাবহ ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এস.এম আশরাফুল ইসলাম, আটাবহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলমগীর মোল্লা, আটাবহ ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ জীবন আহম্মেদ ও আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মোঃ মিলন হোসেন সহ আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন আটাবহ ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ তারা সন্ত্রাসীদের ওপর হামলার ঘটনায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।