মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীতে পাঁচ বন্ধু মিলে গোসল করতে নেমে নাইমুর রহমান শুভ (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আছমত আলী খান সেতুর পাশে আড়িয়াল খাঁর নদীতে এই ঘটনা ঘটে। ওই যুবকের বাড়ি রাজশাহী। তিনি মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজির ছাত্র। নিখোঁজের পরপরই মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাইমুর রহমান শুভ তার চার বন্ধুর সঙ্গে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নামেন। এক সাথে পানিতে ডুব দিলে শুভ আর উঠতে পারেনি। শুভকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সিনিয়র স্টেশন অফিসার নুরুল মুহাম্মদ বলেন, পাঁচ বন্ধু মিলে নদীতে গোসল করতে যায়। তারা একসাথে ডুব দিলে চারজন জেগে উঠলেও একজন জেগে উঠতে পারেনি। আমাদের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।