০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় নারীসহ দুইজন নিহত

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার আকলে গোপালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাদেক আলী হাজিডাঙ্গা গ্রামের মৃত আফতাব মণ্ডলের ছেলে ও যাত্রী পিংকি খাতুন সদর উপজেলার চান্দোইল গ্রামের সাইফুলের স্ত্রী।

জানা যায়, সন্ধ্যার দিকে ঝিনাইদহের গোপালপুর বাজার থেকে ভ্যানচালক ওই নারী যাত্রীকে নিয়ে আকলে গোপালপুর বাজারে দাঁড়িয়ে ছিল। ওই সময় কালীগঞ্জ উপজেলা শহর থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাকটি এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। সেসময় খাদে উল্টে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী পিংকি নিহত হয়। স্থানীয়রা আহত ভ্যানচালক সাদেককে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করার সময় চালক পালিয়ে গেছে।

ট্যাগ

ট্রাকের ধাক্কায় নারীসহ দুইজন নিহত

আপডেট সময়ঃ ১০:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার আকলে গোপালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সাদেক আলী হাজিডাঙ্গা গ্রামের মৃত আফতাব মণ্ডলের ছেলে ও যাত্রী পিংকি খাতুন সদর উপজেলার চান্দোইল গ্রামের সাইফুলের স্ত্রী।

জানা যায়, সন্ধ্যার দিকে ঝিনাইদহের গোপালপুর বাজার থেকে ভ্যানচালক ওই নারী যাত্রীকে নিয়ে আকলে গোপালপুর বাজারে দাঁড়িয়ে ছিল। ওই সময় কালীগঞ্জ উপজেলা শহর থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাকটি এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। সেসময় খাদে উল্টে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী পিংকি নিহত হয়। স্থানীয়রা আহত ভ্যানচালক সাদেককে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করার সময় চালক পালিয়ে গেছে।