জাতীয়

ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

বোরো ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে তা কাটতে পারছিলেন না ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে যুবলীগ।

Play Video

বৃহস্পতিবার সকালে জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকী ও সদর উপজেলার সুরাট ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা আশরাফ হোসেনের নেতৃত্বে কৃষকের এক বিঘা জমির ধান কেটে দেন যুবলীগের নেতাকর্মীরা। বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক শরিফুল ইসলাম।
জানা যায়, গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানায় কেন্দ্রীয় যুবলীগ। সেই আহবানে সাড়া দিয়েই ঝিনাইদহ জেলা যুবলীগ কৃষকের ধান কেটে ঘরে পৌঁছিয়ে দেন।

Play Video

জেলা যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকী বলেন, এ বছরে দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহবানে সাড়া দিয়ে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আজ তীব্র গরমের মধ্যে কৃষক শরিফুল ইসলামের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকায় কৃষকদের ধান কেটে দেওয়া হবে।
কৃষক শরিফুল ইসলাম বলেন, আমার এক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনা পারিশ্রমিকে যুবলীগের নেতাকর্মীরা বাসের আলম সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে আজ আমার জমির ধান কেটে দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

Play Video

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button