জাতীয়

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী থেকে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ওই স্কুলছাত্রী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বেগমগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এর আগে, গতকাল দুপুরে উপজেলার জিলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Play Video

পুলিশ, ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী। বুধবার সকালের দিকে তাদের প্রতিবেশী নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) ভিকটিমের পরিবারের মুঠোফোনে কল করে। ওই সময় ভিকটিম ফোন রিসিভ করলে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। বেলা ১২টার দিকে বাড়ির সামনের দোকানে বাজার করতে যায় ভিকটিম। সেখান থেকে বখাটে শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে।

Play Video

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা নেওয়া হয়েছে। এর আগে মৌখিক অভিযোগ পেয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে ধর্ষক।

Play Video

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button