
কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিলের এর আয়োজন করা হয়।
১৮ মার্চ বুধবার বলিয়াদী স্কুল মাঠে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-পাঠাগার সম্পাদক নাজমুল আলম শাওনের সভাপতিত্বে ও ঢালজোড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ মোজাম্মেল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইমরান হোসেন টিটু, প্রচার সম্পাদক বিজয় হোসেন, ছাত্রনেতা রিপন, আশিক, মৃদুল, মেরাজ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ কে একটি নতুন স্থানে নিয়ে গেছে। তাই পূনরায় কোন স্বৈরাচার যেন ফিরে না আসে সেদিকে সবাইকে লক্ষ রাখার আহবান জানানো হয়।