সিরাজগঞ্জের চৌহালীতে নৌকা নিয়ে পারে ফেরার সময় বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চর এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি ওই এলাকার আজাহার সিকদারের ছেলে।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা জানান, বুধবার বিকালে উপজেলার ভূতের মোড় থেকে নৌকা নিয়ে হাটাইল আসার সময় আকস্মিক বজ্রপাত হয়। এতে সাদ্দাম নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে।
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা নদী থেকে লাশ উদ্ধার করেছে।