
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। রাফি দাবি করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তাকে এই হুমকি দিয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাফি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ০১৮৩…২৮৪ নম্বর থেকে তাকে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়। বার্তায় রাফিকে তিন দিনের মধ্যে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দেওয়া হয়। রাফি স্ক্রিনশটসহ এই বার্তা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।
রাফি পোস্টে লিখেছেন, ‘গত জুলাই মাসে গোলাম রাব্বানী আমাকে কনভিন্স করার চেষ্টা করেছিল, কিন্তু যখন সে সফল হয়নি, তখন আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। আজ (১৮ জানুয়ারি) আবারও আমাকে একই নাম্বার থেকে কল এবং হুমকি দেওয়া হয়।’ তিনি আরও জানান, ‘এই ধরনের বার্তা আসা সত্ত্বেও আমি ভয় পাচ্ছি না, কারণ আমি জানি এই আন্দোলন কখনো থামবে না।’
রাফি বলেন, ‘আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। গোলাম রাব্বানী ও তার সহযোগীরা এখনও কেন গ্রেফতার হয়নি? যদি আমার কিছু হয়ে যায়, তবে এর দায় সরকার ও এর সুশীল সমাজকেই নিতে হবে।’ তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন।
গোলাম রাব্বানীকে বারবার ফোন করা হলেও, তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে পারেননি।