রাজবাড়ীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বজ্রপাতে কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের ইমদাদুল জোয়াদ্দার (২৮) নামে আরেক কৃষক নিহত হয়েছেন। কুমোদ সিং মদাপুুর গ্রামের বসুদেব সিংয়ের ছেলে। ইমদাদুল জোয়াদ্দার উপজেলার বিলপাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে।
স্থানীয়রা বলেন, বুধবার বেলা ৪টার দিকে নিজ বাড়ি থেকে লিচু বাগান দেখার জন্য বের হন। এ সময় বজ্রপাত শুরু হলে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে দৌঁড় দেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হোন। স্বজনেরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে কুমোদ সিং বেলা ৩টার দিকে বাজারে ছিল। সামান্য মেঘ-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হঠাৎ বজ্রপাতে সেখানেই তিনি নিহত হন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। আমরা বজ্রপাতে সাধারণ মানুষের সচেতনার জন্য কাজ করে যাচ্ছি।