চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরে ঘরের পাশে সাইমা আক্তার (২০) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তাদের নামপরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, সাইমা মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের দিদারুল আলমের স্ত্রী। দিদারুল ফটিছড়ির একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে ঘরের পাশে পুকুরপাড়ে পড়ে থাকা অবস্থায় সাইমার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আসল রহস্য জানা যাবে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।