
চোরের উদ্দেশ্য ছিল শুধু টাকা নেওয়ার। ভেবেছিল বড় দোকান, অনেক টাকাপয়সা পাওয়া যাবে। শাটারের তালা ভেঙে অনেক আশা নিয়ে দোকানে ঢোকে চোর। দোকানের ক্যাশবাক্স ভেঙে হতাশ হয় সে।
ক্যাশবাক্স খুলতেই চোখে পড়ে শুধু অল্পকিছু খুচরা টাকা। শেষমেশ কোনো মালামাল না নিয়েই দোকান থেকে বেরিয়ে শার্টার বন্ধ করে চলে যায় চোর। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য।
বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা ২০ মিনিটের দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্বমাথার সোনালী ভাণ্ডার নামের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক আব্দুর রব ফরাজী জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে এসে দেখেন শাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন শুধু ক্যাশবাক্সটি খোলা রয়েছে। এ ছাড়া দোকানের সবকিছু ঠিকঠাক আছে।
পরে সিসিটিভি ফুটেজে দেখেন চোরের এমন অবাক করা কাণ্ড। সাদা কাপড়ে মুখ বাঁধা ছিল চতুর ওই চোর।
ঘটনাস্থলে উপস্থিত বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজনকে বলতে শোনা যায়, বহু মূল্যবান মালামাল থাকার পরও চোর সেগুলো নেয়নি। আবার ঠান্ডা মাথায় শার্টারও বন্ধ করে গেছে। বলতে হয় চোর হলেও তার নীতি আছে।
রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদার বলেন, ‘ধারণা করা হচ্ছে শুধু টাকা নেওয়ার জন্যই চোর এসেছিল। অন্যকোনো মালামাল নেয়নি। চোর শনাক্তের জন্য সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। বাজারের পাহারাদারদেরও আরো সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।’