
দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার কারামুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রফিকুল ইসলাম মাদানী। এক মাহফিলে ওয়াজ করার সময় বাবরে প্রশংসাও করেন এই বক্তা।
গতকাল বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) কুমিল্লায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে লুৎফুজ্জামান বাবরের প্রসঙ্গ তোলেন তিনি।
এ সময় ওই মাহফিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মাহফিলে রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘আজকে একটা খুশির সংবাদ আছে, যা ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর (উই আর লুকিং ফর শত্রুজ) বের হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘তিনি নেত্রকোনার লৌহমানব, সাহস আছে।
’ এ সময় ভারতের আগ্রাসন রুখে দিতে তরুণদের প্রতি আহ্বান জানান এ বক্তা।
সুদকে বন্ধ করে দিলে আপনারা সহযোগিতা করলে সামাজিক ঋণকে সহজলভ্য করা যেতে পারে। আজকে আপনারা শপথ করেন, যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন সবাই এসব ছেড়ে দিবেন। চাইলে সমাজে ঋণকে সহজলভ্য করা যায়।’