

বিপিএলে চট্টগ্রাম পর্বের খেলা জয় দিয়েই করেছে চিটাগং কিংস। ম্যাচে ২ উইকেট নেওয়া কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদ দলের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছিলেন। কিন্তু টিম হোটেলে ফিরে জানতে পারেন তার মা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার রাতে খালেদের মা মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে চিটাগং কিংস।
চিটাগং কিংসের ফেসবুক পেজে জানানো হয়, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তরে কবুল করুন।’
খালেদের বাড়ি সিলেটে।
দিন তিনেক আগেই সেখানে ম্যাচ খেলে এসেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে বিপিএল দল সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
এই ম্যাচে খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারিয়ে বিপিএলে টানা চতুর্থ জয় পেয়েছে চিটাগং কিংস। চার ওভারে ২৬ রান দিয়ে দুটি উইকেট নেন খালেদ।
চলতি আসরে পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে এখন পর্যন্ত দলের দ্বিতীয় সফলতম বোলার তিনি।