জাতীয়

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের আত্মহত্যা

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ও বড়পাঙ্গাসী ইউনিয়নে এ আত্মহত্যার ঘটনাগুলো ঘটে।

Play Video

মৃতরা হলো- উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এলংজানী এলাকার শরিফুল ইসলামের স্ত্রী সুমি খাতুন (২৮), একই উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বাসিন্দা কাসেম আলী (৫৫)।

Play Video

উল্লাপাড়া থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, শরিফুল ঢাকায় চাকরি করতো। সকালে ফোনকলের মাধ্যমে তার স্ত্রী সুমি খাতুনের সাথে কথা কাটাকাটি হয়। পরে অভিমানে সুমি খাতুন নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
অন্যদিকে, হাটপাঙ্গাসী ইউনিয়নের বাসিন্দা কাসেম আলী একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার সকালে তার স্ত্রীর কাছে ১০০ টাকা চাইলে ৫০ টাকা দেওয়া হয়। এতে তার স্ত্রীর সাথে কাসেম আলীর ঝগড়া হয়। পরে ঘরের আড়ার সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
ওসি আরো জানান, নিহতদের লাশ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Play Video

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button