অপরাধ

ফ্রি ফায়ারে প্রেম, নেপালি তরুণীর গোপন ভিডিও বাংলাদেশি যুবকের হাতে

ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে পরিচয়ের জেরে নেপালি তুরুণীকে ব্লাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Play Video

গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ জাবেদ ওমর (২০), সে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে কাঠমান্ডুর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে এই যুবকের পরিচয় হয়। পরে মাঝেমধ্যে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে ওমর অসৎ উদ্দেশ্যে কৌশলে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা দাবি করতে থাকে। পরে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও ম্যাসেঞ্জারের মাধ্যমে তার আত্মীয়স্বজনদের কাছে পাঠিয়ে দেয় আসামি জাবেদ ওমর।

Play Video

তিনি জানান, ইন্টারপোল কাঠমান্ডুর মাধ্যমে বাংলাদেশ সিআইডি অভিযুক্ত যুবককে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ ওমর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং জব্দকৃত মোবাইল ফোনে ভুক্তভোগী মেয়েটির স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *