নগরের পাহাড়তলী থানার বিটাক মোড়ে নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে সংঘঠিত দুই কিশোর খুনের ঘটনার নেপথ্যে নাম এসেছে ইলিয়াস নামে কথিত শ্রমিক নেতা। ইতিমধ্যে পুলিশ ইলিয়াসসহ ৮ জনকে গ্রেফতার করেছে।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার মূল হোতা ইলিয়াসকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেকে শ্রমিক নেতা দাবি করলেও তার কোন পদ-পদবি নেই। আমরা এ ঘটনার তদন্ত করে বিস্তারিত জানাবো।
তিনি বলেন, দুই কিশোর মৃত্যুর ঘটনায় মনির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নিহতের পরিবারের দাবি, বান্ধবীকে নিয়ে ঘুরতে যান শিহাব। আর এ নিয়ে শিহাবের সাথে তার দিন বন্ধুর বিরোধ হয়। বিষয়টি তারা সেখানে মীমাংসা করে ফেললেও শ্রমিক নেতা ইলিয়াস ডেকে পাঠান শিহাবকে তিন বন্ধুকে। আর সেখানেই ইলিয়াসের কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে প্রাণ হারান দুই কিশোর। মূলত ইলিয়াসের পরিকল্পনায় দুই কিশোরকে হত্যা করা হয়েছে।