রাজনীতি

দেশে হয় আ. লীগ থাকবে না হয় আমরা : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশে হয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। দেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয় তা হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে।’

Play Video

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আলিয়া ও কওমি মাদরাসার আলেম-ওলামাদের সঙ্গে একটি মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, ‘যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন।
বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে আমরা আপনাদের অবদানকে স্বীকার করছি। আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন-নিপীড়ন ও অত্যাচারের মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছেন। কিভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন ভুলে গেলেন?’
সহকারী শিক্ষক মো. আল আমিনের সঞ্চালনায় তিনি বলেন, ‘মনে রাখবেন, যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ক্ষমতায় এসে তাদেরই হত্যা করেছে তারা।
বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব।’
বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে অবস্থান। আমরা আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাব।’যে যাই করুক না কেন আমরা ইতিবাচক কাজে প্রতিযোগিতা করব।’

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *