খেলা

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

সুপার ওভারে ইংল্যান্ডকে হারিয়ে ছন্দের জানান দিলেন সুমাইয়া আক্তাররা। ইংল্যান্ডের বিপক্ষে আগে কোনো পর্যায়ের ক্রিকেটেই জিততে পারে বাংলাদেশ নারী দল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের বিপক্ষেও জিতে বিশ্বকাপে পা রাখবে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। আগামী ১৮ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন এই টুর্নামেন্ট।

Play Video

কুয়ালালামপুরে ম্যাচটি রোমাঞ্চ ছাপিয়ে জিতেছে বাংলাদেশ। সুপার ওভারে ২ রানে জিতেছে বাংলাদেশ। টসে জিতে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ইংল্যান্ড তোলে ১১৩ রান। জয়ের জন্য লড়তে গিয়ে শেষ বলে ১ রান নিতে গিয়ে ম্যাচ ড্র করে বাংলাদেশ। শেষ ব্যাটার নিশিতা আক্তার রানআউটের শিকার হন। এরপর সুপার ওভারে গিয়ে ১১ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও সেটা আর ছাপিয়ে যেতে পারেনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। পেসার হাবিবা আক্তারের শেষ বলে দরকার ছিল ৪ রান। সে হিসেব মিলাতে পারেনি ইংল্যান্ড।

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *