রাজনীতি

বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক কমিটির

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।

Play Video

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।
এদিকে জাতিগত ও বাংলাদেশ প্রশ্নে বিভাজিত করার হীন উদ্দেশ্যে এনসিটিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার সন্ধ্যা ৬ টায় জাতীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হবে।

Play Video

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আজ যারা এনসিটিবি অফিসের সামনে কিছু ভাই-বোনের ওপরে হামলা ও আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, তারা যে-ই হোক না কেন, তাদের এই কাজ সন্ত্রাসী কার্যক্রম এবং এটা ফৌজদারি অপরাধ।’

Play Video

তিনি বলেন, ‘এই অপরাধী যে হোক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *