জেলা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে ফুফাতো ভাইয়ের হাতে ইসরাফিল-(১৮) নামে এক মামাতো ভাই খুন হয়েছে।

Play Video

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য ইসরাফিলের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

Play Video

ঘাতক ফুফাতো ভাই বাবু মিয়া-(৩৫) একই গ্রামের মজনু মিয়ার ছেলে। ঘটনার পর পরই বাবু মিয়া পালিয়ে যায়।

Play Video

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ইসরাফিলের অটো গ্যারেজে তার ফুফাতো ভাই বাবু মিয়া বিভিন্ন তার অটোরিকশা মেরামত করাতো। ইসরাফিল মেরামত কাজের ৫০০ টাকা বাবু মিয়ার কাছে পাওনা ছিল। কিন্তু তা পরিশোধ না করায় তাদেও মধ্যে বিরোধ চলছিল।

Play Video

মঙ্গলবার বিকেলে বাবু স্থানীয় গ্রাম্য মেলা উপলক্ষে ইসরাফিলের গ্যারেজের সামনে দোকান বসায়। এনিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাবু মিয়া ইসরাফিলকে মারধর করে। পরে সে তার বাবাকে নিয়ে মারধরের বিষয়টি জানাতে ফুফুর বাড়িতে গেলে তাকে দেখে ক্ষুব্ধ হয় বাবু। এক পর্যায়ে বাবু কাঠ দিয়ে ইসরাফিলের বুকে আঘাত করে। আহতাবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার ওসি আব্দুল কাদের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ঘাতক বাবু মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *