বিনোদন

এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শাম্মী

নতুন বছরের শুরুতে ঢাকাই শোবিজের তারকাদের মধ্যে বিয়ের পিঁড়িতে বসার যেন ধুম পড়ে গেছে। কিছুদিন আগে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। এরপর প্রকাশ্যে আসে গায়িকা পড়শীর বিয়ের খবর। এবার বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত শাম্মী ইসলাম নীলা।

Play Video

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন নীলা। ছবিতে দেখা যায়, বিয়ের সাজে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন তিনি। যদিও স্বামীর পরিচয় উল্লেখ করেননি নীলা।

Play Video

ছবির ক্যাপশনে বিয়ের বিষয়টি নিশ্চিতও করেছেন নীলা।
তিনি লিখেছেন, ‘এটা সহজ ছিল না, তবে আমরা সহজ করেছি এবং বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে।’
ছবিগুলোতে দেখা যায়, বিয়ের সাজে নীলা পরেছেন লেহেঙ্গা ও বরের পরনে শেরওয়ানি। নবদম্পতি একে অপরের দিকে তাকিয়ে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। মেহেদি হাতে চোখ ঢেকে রেখে ফটোশুট করেছেন নীলা।
ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট অর্জন করেন নীলা। পাশাপাশি মডেলিং করছেন তিনি।

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *