সারাদেশ

এ দেশে আর ভারতের দাদাগিরি চলবে না : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এ দেশে আর ভারতের দাদাগিরি চলবে না। গণভবনে কে বসবে, সেই সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের সব ধরনের ম্যাকানিজম চলছে। মনে রাখতে হবে, গর্দান এবং তলোয়ার দুটি একসঙ্গে থাকতে পারে না।
জুলাই-আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

Play Video

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। চব্বিশ-পরবর্তী বাংলাদেশ গড়ার পূর্বে যেসব তরুণ রাজপথে বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এ বাংলাদেশে খুনি আওয়ামী লীগ ও আমরা বিপ্লবী কখনো এক জায়গায় থাকতে পারবো না।
চব্বিশ-পরবর্তী বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় বিপ্লবীরা থাকবে।’
তিনি আরো বলেন, ‘যে আওয়ামী লীগের হাতে ২ হাজারের অধিক মানুষের রক্ত লেগে আছে, তাদের নিয়ে যারা নির্বাচনে যাওয়ার কথা ভাবছেন, তারা ভুল ভাবছেন। আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে। আবু সাঈদ-মুগ্ধসহ আমাদের অনেক ভাই শহীদ হয়েছে।
পরবর্তী শহীদদের খাতায় হয়ত আমার কিংবা আপনার নামও থাকতে পারে।’
হাসনাত বলেন, ‘আমরা চেয়েছিলাম চব্বিশ-পরবর্তী বাংলাদেশে প্রত্যেক খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ ও দখলবাজের পরিবর্তন হয়েছে। তেল-চালের দাম আকাশ ছোঁয়া। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, তাহলে আমরা এ বিপ্লব থেকে কী পেলাম? আমাদের দেশে যারা প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, তারা এখন ক্ষমতা দখলের মহড়া ও প্রতিযোগিতা করছেন।
পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ-মুখপাত্র আরেফিন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী ও নারায়ণগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *