জাতীয়

লোকালয় থেকে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলার লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে সুন্দরবন সুরক্ষার সিপিজি সদস্যরা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে দুপুরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Play Video

সুন্দরবন সুরক্ষার সিপিজি সদস্য সরোয়ার তালুকদার জানান, খবর পেয়ে সিপিজি সদস্য কয়েকজন সদস্য শাহ আলমের বাড়িতে যান। তারা তল্লাশি করে ওই বাড়ির পাশের একটি ঝোপের মধ্য কুন্ডলি পাকানো অবস্থায় দেখতে পান অজগরটি। পরে অজগরটি কৌশলে ধরে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যান তারা। অজগরটি ওই বাড়ি থেকে একটি মুরগি খেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল।

Play Video

সুন্দরবনের পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ৮ কেজি। দুপুরে অজগরটি শরণখোলা রেঞ্জ অফিসের পাশের সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Play Video

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button