জাতীয়

নারীকে হত্যার পর ছিনিয়ে নেওয়া স্বর্ণ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জে এক নারীকে হত্যার পর স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজন ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হত্যার শিকার হওয়া ওই নারীর নিকট থেকে খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। আটকরারা হলেন-সঞ্জয় ও বিপ্লব দাশ। সঞ্জয় নারায়ণগঞ্জ ক্লাব এলাকার মাঠা বিক্রেতা আর বিপ্লব দাশ স্বর্ণ ব্যবসায়ী।

Play Video

রবিবার (৭ মে) দিবাগত রাতে শহরের কালীবাজার স্বর্ণপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। স্বর্ণ উদ্ধারের পর এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি। এসময় আটক দুই স্বর্ণ ব্যবসায়ীকে ছেড়ে দিতে ডিবি পুলিশকে অবরুদ্ধ করে রাখে অন্যান্য ব্যবসায়ীরা। তবে ওই দুইজনের কাছ থেকে স্বর্ণ উদ্ধার হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় ডিবি।

Play Video

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক (ওসি) আল মামুন জানান, ওই নারী হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বর্ণ আটক দুইজনের কাছ থেকে পাওয়া গেছে। তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে।
এর আগে, গত ৩ মে শহরের পাইকপাড়া আদর্শ নগর এলাকার রমজান মোল্লার স্ত্রী নূর জাহান বেগমকে হত্যা করা হয়। এসময় তার স্বর্ণালঙ্কার নিয়ে লুট হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের পর হত্যাকান্ডের রহস্য উদঘাটনে ও জড়িতদের ধরতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।

Play Video

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button