আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধে রাশিয়ার সাফল্য স্বীকার করল পেন্টাগন

ইউক্রেনে চালানো রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে মস্কোর সাফল্য স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন।

Play Video

পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার সোমবার (১৩ জানুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, যুদ্ধক্ষেত্রের ফলাফলে আমরা দেখছি চলমান এ যুদ্ধে রাশিয়া ক্রমবর্ধমান অগ্রগতি অর্জন করেছে। খবর তাসের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৬ জানুয়ারি জানিয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক প্রজাতন্ত্রের কুরাখোভো শহর ইউক্রেনের কাছ থেকে মুক্ত করেছে।

Play Video

২০২৪ সালে আভদেয়েভকা এবং উগলেদার শহর মুক্ত করা হয়। ১৬ ডিসেম্বর রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ বলেন, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের যে সামগ্রিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রায় ১০ লাখ সেনা সদস্য হারানোর সমান।

Play Video

ফ্রন্টলাইনের বিভিন্ন পদমর্যাদার ইউক্রেনীয় কমান্ডাররা বর্তমান পরিস্থিতিকে খুব চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করেছেন।

Play Video

গত ১৯ ডিসেম্বর ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ আলেকজান্ডার সিরস্কি যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মী প্রধান অ্যাডমিরাল টনি রাদাকিনের সঙ্গে ফোনালাপে বলেন, বর্তমানে যুদ্ধের ময়দানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *