খেলা

সিলেটকে হারিয়ে টানা তিন জয় চিটাগং কিংসের

সিলেট স্ট্রাইকার্স নিজেদের মাঠে টানা জয়ের ধারায় ফেরার আভাস দিয়েছিল। তবে সিলেট পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের স্বপ্নভঙ্গ করেছে চিটাগং কিংস। সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩০ রানের ব্যবধানে সিলেটকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে চট্টগ্রামের দলটি।

Play Video

টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট স্ট্রাইকার্স। শুরুতে পারভেজ হোসেন ইমন ও উসমান খানের ৩২ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো ভিত দেয়। তবে ইমন দ্রুত বিদায় নেন, করেন মাত্র ১০ বলে ৭ রান। এরপর উসমান খান ও গ্রাহাম ক্লার্ক মিলে ইনিংসকে এগিয়ে নেন। উসমান ফিফটি পূর্ণ করার পর ৩৫ বলে ৫৩ রান করে ফিরে যান। অন্যদিকে, ক্লার্ক ৩৩ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলে চিটাগংয়ের সংগ্রহকে আরও শক্তিশালী করেন।
শেষদিকে অধিনায়ক মিঠুন ও হায়দার আলীর ব্যাটে ঝড় ওঠে। বিশেষ করে হায়দার আলীর ১৮ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস চিটাগং কিংসকে ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ এনে দেয়। সিলেটের বোলারদের মধ্যে তানজিম সাকিব সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।

Play Video

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের শুরুটা ছিল হতাশাজনক। ওপেনার পল স্টার্লিং প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান। তিন নম্বরে নামা জাকির হাসান থিতু হলেও ১৯ বলে ২৫ রানের বেশি করতে পারেননি। ওপেনার রনি তালুকদারও ব্যর্থ হন। পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

Play Video

এরপর জর্জ মুনশি ও জাকের আলি অনিক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। মুনশি গুরুত্বপূর্ণ ফিফটি পূর্ণ করেন, তবে ৩৭ বলে ৫২ রান করে বিদায় নেন। শেষদিকে জাকের আলি অনিকের ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস সিলেটের হারের ব্যবধান কমায়।

Play Video

চিটাগং কিংসের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট। সিলেট স্ট্রাইকার্সের ইনিংস থামে ৮ উইকেটে ১৭৩ রানে। ফলে ৩০ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে চিটাগং কিংস।

টানা তিন জয়ে দারুণ ছন্দে থাকা চিটাগং কিংস এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *