১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যুহীন ৪০ দিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে সবশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪০ দিন ভাইরাসটিতে আর কারও মৃত্যু হয়নি।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮২৩ জন। একই সময়ে ১১১১টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২৩ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ০৭ শতাংশ। যা আগের দিন ২ দশমিক ৯৬ শতাংশ ছিল।

ট্যাগ

দেশে করোনায় মৃত্যুহীন ৪০ দিন

আপডেট সময়ঃ ১০:২৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে একই সময়ে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে সবশেষ গত ২৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪০ দিন ভাইরাসটিতে আর কারও মৃত্যু হয়নি।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৫ হাজার ৮২৩ জন। একই সময়ে ১১১১টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২৩ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ২ দশমিক ০৭ শতাংশ। যা আগের দিন ২ দশমিক ৯৬ শতাংশ ছিল।