

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. নুরুন নাহার।
সোমবার (১৩ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আইন বিভাগের প্রফেসর ড. আনিচুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় ড. নুরুন নাহারকে এ নতুন পদে নিয়োগ দেওয়া হয়। ১৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। নতুন এই পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সব সুযোগ-সুবিধা পাবেন।
ড. নুরুন নাহার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আইন প্রশাসক হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো এবং এ জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ড. নুরুন নাহার ইবির আইন বিভাগের সভাপতি ও প্রথম নারী ডিন ছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।