বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. নুরুন নাহার।

Play Video

সোমবার (১৩ জানুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আইন বিভাগের প্রফেসর ড. আনিচুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় ড. নুরুন নাহারকে এ নতুন পদে নিয়োগ দেওয়া হয়। ১৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। নতুন এই পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সব সুযোগ-সুবিধা পাবেন।

Play Video

ড. নুরুন নাহার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে আইন প্রশাসক হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো এবং এ জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি।

Play Video

উল্লেখ্য, ড. নুরুন নাহার ইবির আইন বিভাগের সভাপতি ও প্রথম নারী ডিন ছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *