রাজনীতি

সারজিস আলম ও রোজা আহমেদকে নিয়ে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

সম্প্রতি ‘তাহসানের নতুন বউ রোজার সাথে ৩ বছরের গোপন সম্পর্ক ছিল জনপ্রিয় সমন্বয়ক সারজিস আলমের’ শীর্ষক শিরোনামে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের ছবি যুক্ত করে যমুনা টিভির ডিজাইনসংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচার করা হয়েছে।

Play Video

তবে তথ্যানুসন্ধানে দেখা জানা যায়, রোজা আহমেদের সঙ্গে সারজিস আলমের সম্পর্ক রয়েছে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি যমুনা টিভি। বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ ছাড়া দেশের মূলধারার অন্য কোনো সংবাদমাধ্যমেও এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি।

Play Video

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা লোগো রয়েছে। তবে আলোচিত ফটোকার্ডে সংবাদ প্রকাশের কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

Play Video

পরবর্তীতে ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া যমুনা টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্যের সন্ধান পাওয়া যায়নি।
অর্থাৎ যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও এ ধরনের কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সুতরাং সারজিস আলম ও রোজা আহমেদকে নিয়ে প্রচারিত ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *