বিশ্ব / যুক্তরাজ্য

পদত্যাগের প্রশ্নের উত্তরে কী বললেন টিউলিপ

দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগের প্রশ্নের মুখোমুখি হলেন ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। তবে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি।

Play Video

সোমবার (১৩ জানুয়ারি) লন্ডনের একটি ভবন থেকে বের হওয়ার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজে সোমবার (১৩ জানুয়ারি) ২৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, একটি ভবন থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন সাংবাদিক টিউলিপকে প্রশ্ন করছেন, তিনি পদত্যাগ করবেন কিনা? তবে এ প্রশ্নের জবাব না দিয়ে বারবার ‘গুড মর্নিং’ বা শুভ সকাল বলে কাটিয়ে গেছেন তিনি। দুবার প্রশ্ন করা হলে দুবারই তিনি একই কথা বলেন। পরে গাড়িতে উঠে, বেরিয়ে যান ব্রিটেনের এই মন্ত্রী।

Play Video

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতি দেখভালের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে তার সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে।

Play Video

বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করে দাবি করা হয় যে, তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন।

Play Video

এছাড়া ব্রিটেনের ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন সংসদ সদস্যও টিউলিপের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ তুলেছেন।

এছাড়া টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ২০১৩ সালে বাংলাদেশের রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় সহায়তা করেছিলেন। যদিও তিনি তখন যুক্তরাজ্য সরকারের কোনো সরকারি পদে ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *