জাতীয়

পেরুতে খনিতে আগুন, নিহত ২৭

পেরুতে স্বর্ণ খনিতে আগুন লাগার ঘটনায় অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন। দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা।

Play Video

আর কেউ বেঁচে নেই বলেই ধারণা করছে উদ্ধারকারী দল। তারা আরও জানিয়েছে, আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ নামের ওই স্বর্ণ খনির ভেতর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

Play Video

ধারণা করা হচ্ছে অগিকাণ্ডের সময় খনি শ্রমিকরা প্রায় ৮০ থেকে ১০০ মিটার গভীরে কাজ করছিলেন।
এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে বলে জানা গেছে। তাদের খোঁজে স্বজনরা ওই খনির চারপাশে ভিড় করেছেন।

Play Video

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button