খেলা

সাকিব-মুস্তাফিজ না পেলেও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা

পিএসএলের সর্বোচ্চ দামি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে আজ নিলামে কোনো দলই তাদের কিনতে আগ্রহ দেখায়নি।

Play Video

সাকিব-মুস্তাফিজ ড্রাফট থেকে কোনো দল না কিনলেও ঠিকই কিনেছে নাহিদ রানাকে। বাংলাদেশের পেস সেনসেশনকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।
পিএসএলের ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন ২২ বছর বয়সী পেসার। এতে করে প্রথমবারের মতো পাকিস্তানের টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতানো নাহিদের।
নাহিদ ছাড়াও নিলামে উঠেছিল ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সেই তালিকায় থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় ও হাসান মাহমুদরা দল পাননি।
দলগুলো চাইলে অবশ্য পরে বাংলাদেশের অবিক্রিত থাকা খেলোয়াড়দেরও দল পাওয়ার সুযোগ আছে।
এবারের পিএসএলে সবমিলিয়ে বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের নাম আছে। আর সারাবিশ্বের ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন।

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *