ভারতের কোচবিহারের দেওয়ানগঞ্জ ৮ দলের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের রবিবার ম্যাচ হয়েছে বাংলাদেশের একমাত্র দল রংপুরের সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব বনাম ভুটানের গোমটু ক্লাবের সাথে।
ম্যাচে সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জয়ী হয়। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের সুলতানা ১১ মিনিটে প্রথম এবং ৩৪ মিনিটে দ্বিতীয় গোল করেন এবং বৃষ্টি আক্তার ৪৭ মিনিটে তৃতীয় গোল করেন।
আগামী ১০ মে সেমিফাইনালে কলকাতার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রবিবার রাতে এসব তথ্য জানিয়েছেন সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের সহকারি কোচ মিলন মিয়া।