আইন আদালত

সম্পদ জব্দ : দুদক মামলায় সাবেক এমপি হেনরী গ্রেপ্তার

সম্পদ জব্দের পর এবার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মোছা. জান্নাত আরা হেনরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Play Video

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে গ্রেপ্তারের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ। এসময় দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে হেনরীকে গ্রেপ্তার দেখান আদালত। দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন এসব তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন।
এদিকে এদিন হেনরীকে গ্রেপ্তার দেখানোর আবেদনে দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, আসামি হেনরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচারণ এর মাধ্যমে ৫৭ কোটি ১৩ লক্ষ সাত হাজার ২২৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার দুই কোটি ৬৬ লক্ষ ৬৬ হাজার পাঁচশত ৭৭ টাকা ও ১৩ কোটি ৭৮ লক্ষ ৪৬ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং সম্পৃক্ত অপরাধ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থের অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এর রূপান্তর বা স্থানান্তর করেন। অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় সূত্রস্থ মামলাটি দায়ের করা হয়েছে।

Play Video

এর আগে গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।

Play Video

এর আগে গত ১২ জানুয়ারি জান্নাত আরা হেনরীর নামে থাকা ১৯ দশমিক ৮২ একর জমি, তিনটি বাড়ি, দুইটি ফ্ল্যাট ও ১৬টি গাড়িসহ বিভিন্ন সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও হেনরীর নামে থাকা ১৯ টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে, যাতে ৫৬ কোটি ৬৫ লক্ষ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে। অবরুদ্ধ করা হয়েছে বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার।

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *