নিজস্ব প্রতিবেদক

চিন্ময়কাণ্ডে দুই মামলায় অভিযুক্ত ৬৩ আইনজীবীর জামিন

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংগঠিত সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় অভিযুক্ত ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

Play Video

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে জামিন আদেশ দেন।

Play Video

বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আইনজীবী জিয়াউর রহমান। তিনি বলেন, এই জামিনে আমরা সংক্ষুব্ধ এবং ব্যথিত। কারণ এই আদালত প্রাঙ্গণে আলিফের বুকের রক্ত ঝরেছে। আলিফের রক্ত ঝরা মানে আমাদের রক্ত ঝরা। এই জামিনের বিপক্ষে আমরা উচ্চ আদালতে আপিলে যাব।
আদালত সূত্র জানায়, গত ২৬ নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংগঠিত সংঘর্ষ, ভাঙচুর ও আলিফ হত্যায় ২৭ নভেম্বর কোতোয়ালি থানায় ৫টি মামলা দায়ের করা হয়। তন্মধ্যে দু’টি মামলায় ৬৩ আইনজীবীসহ চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী ১৪০০ জনকে অভিযুক্ত করা হয়।

Play Video

এসব মামলায় অভিযুক্ত আইনজীবীর জামিনের জন্য সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আইনজীবীদের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের ১২ জন সদস্যও আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত একটি গাড়িও।

Play Video

এর মধ্যে পৃথক তিনটি ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *