মাদারীপুর সদর উপজেলার পুরাতন কোর্টের মোড় থেকে ১৫শ’ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কালাইরচর গ্রামের মৃত্যু মোস্তফা আলী হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৩৫) ও একই ইউনিয়নের আউলিয়ারচর গ্রামের মৃত্যু সুলতান মুন্সীর ছেলে রসিদ মুন্সী (৪৮)।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা পুরাতন কোর্টের মোড় এলাকার জিরো পয়েন্ট থেকে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়। সদর থানার এসআই নিতাই চন্দ্র সাহা ও এসআই শেখ শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসআই নিতাই চন্দ্র সাহা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে কোর্টের মোড় এলাকা থেকে দুই মাদক কারবারিকে ১৫০০ ইয়াবাসহ আটক করতে পেরেছি।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোর্টের মোড় এলাকা থেকে আমরা একটি মোটরসাইকেল আটক করি। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ১৫শ’ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদের সাথে বড় কোন মাদক ব্যবসায়ীদের সম্পর্ক আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের পরে আদালতে প্রেরণ করা হবে।