

নিখোঁজের ১৬ দিন পর ফেনীর ছাগলনাইয়ার গৃহবধূ রেজিয়া বেগমের (৭৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় খবর পেয়ে ফেনী-ছাগলনাইয়া তারেক মেমোরিয়াল-ইব্রাহীম জেনারেল হাসপাতালের প্রবেশ মুখের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে সেটি তার মায়ের লাশ বলে শনাক্ত করেন রেজিয়ার মেয়ে রাশেদা আক্তার।
ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার মো. সালাহ উদ্দিন রাশেদ জানান, রোববার সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোর ৪টার পর ছাগলনাইয়া পৌরসভার মটুয়া মুহুরি বাড়ি থেকে মেয়ে রাশেদা আক্তারের ঘর থেকে বেরিয়ে পড়েন রেজিয়া বেগম। এরপর থেকে তার কোনো সন্ধান মেলেনি। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া হোসেন মেম্বার বাড়ির মৃত আমির হোসেনের স্ত্রী।
রেজিয়ার মেয়ে রাশেদা আক্তার জানায়, তার শরীরে থাকা মেক্সি, কালো রঙের সোয়েটার ও ডান পায়ের আঙুলে বিশেষ চিহ্ন দেখে নিশ্চিত হই তিনি আমার মা। তার নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করা হয়েছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি নিখোঁজের পর তার সন্ধানে চেষ্টা চালায় পুলিশ। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করা হলে স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন।