শিক্ষা

বাথরুমে লুকিয়েও রক্ষা পেল না কুবি ছাত্রলীগ নেতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মী অর্ণব সিংহ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) দুপুরে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Play Video

জানা গেছে, অর্ণব সিংহ গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে। রোববার মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে শিক্ষার্থীরা খোঁজ পেয়ে তাকে ধরতে আসে। এ সময় টের পেয়ে বিভাগের বাথরুমে প্রায় দুই ঘণ্টা লুকিয়ে থাকে। পরে বিভাগীয় প্রধান তাকে প্রক্টর অফিসে নিয়ে এলে শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে।
অভিযোগ রয়েছে, অর্ণব সিংহ রায় গত ২৯ জুলাই এবং ৩, ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ছাড়া তার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের মামলা রয়েছে।

Play Video

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির বলেন, অর্ণব সিংহ রায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। শুধু তাই নই, আন্দোলনে শিক্ষার্থীদের ওপর একাধিকবার হামলার সঙ্গে জড়িত ছিল। তাকে বিচারের আওতায় আনতে পুলিশের হাতে তুলে দিয়েছি। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান কালবেলাকে বলেন, অর্ণব সিংহ রায়ের নামে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার মামলা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আমাদের কাছে তাকে তুলে দিয়েছে। তোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *