লেখক, জে জে জাহিদ হাসান।
তোমার করা আমার নামের প্রতিটি অভিযোগ আমার মনের দেওয়ালে লেখা,
চোখের জলে হয়তো ঝাপসা লাগে, যায় না ভালোভাবে দেখা।
কি ছিলা? কি দিয়েছিলে? হিসাব মিলিয়ে নিও যদি থাকো কখনো একা,
ভাগ্যের নির্মম পরিহাস এতোটা কাছে আসার পরও বিচ্ছেদ ছিলো লেখা।
হাত বাড়িয়ে ছুঁই, এক ছাদের নিচে থাকি মনে বড় সাধ জাগে,
এক আনম্যাচিউট ছেলেকে ফেলে তুমি যে ভালো আছো ভাবতেই খুব ভালো লাগে।
হয়তো এক ছাদের নিচে নেই, তবুও তো এক আকাশের নিচে আছি,
এতো দূরে থেকেও মনে হয় দুজনাই আগের মতো খুব দুজনার খুব কাছাকাছি।
মাঝেমধ্যে মনে হয় বিচ্ছেদের এই কয়েক যুগ হয়তো দুঃস্বপ্ন ঘুম ভেঙে গেলে তোমার খুব কাছে যাবো,
দু হাত বাড়িয়ে ঝাপটে ধরে বুকের মধ্যে তোমায় আঁকড়ে ধরবো।
আচ্ছা তুমিও কি কখনো আমায় ভেবেছিলে,আমার স্মৃতি কি তোমার বুকে দাগ কেটে আছে?
আমার মতো আনম্যাচিউট ছেলে কে হয়তো সে ভুলতে ভুলতে ভুলেই গেছে,
বেশ,ভালো থেকো প্রিয়তমা,সুখী হও সুখেই থাকো,
কে ছিলাম কি ছিলাম কখনোই বুঝতে যেও নাকো।
বুঝতে যেও না কতটা আঘাত পেলে মানুষ বদলায় বদলে যেতে বাধ্য হয়,
তোমার জন্য যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার কাছে তুমি অনেক কিছু সে তোমার কেউ নয়।
কড়া শাসন কত বারণ কত কথার আহাজারি
ভালো থাকো প্রিয়তমা, তোমায় ভালোবাসা অপরাধের জন্য সরি।